Sunday, 29 August 2010

সতত অনুসন্ধান

নিস্তেজ, ভাষাহীন, দুটি অপলক চক্ষু


কী যেন খুঁজে সারাটা সময়,

রেলএর লাইনে,রাস্তার দু ধারে,

মন্দিরের ভাঙা সোপানে, শুধুই খুঁজে যায়

মানুষ কিম্বা অমানুষ, কেও হাসে, কেও দুঃখিত,

গ্রীষ্ম, শীত অথবা কাল বৈশাখী -- দুই নয়নে

ঝরে যায় প্রাচীন জমানো ব্যথা -- অবশ্যই

অশ্রু ধারার চিহ্ন নাই, অদৃশ্য জল স্রোত --

ভুমিকম্পিত স্মৃতির প্রান্তর, লোকেরা বলে

পাগল মহিলা, বলা তো সব থেকে সহজ

শুনেছি না কি, কুলীন কোন বংশের বধু

ছেলে আমেরিকায় কী লন্ডনে ----

সবাই তো আছে, শাখা -প্রশাখা

জানি না কী যে হারিয়ে গেছে ওনার,

নিস্তব্ধ মুখে তবু ও কোন অনুতাপ দেখি না

শুধুই খুঁজেন কখনো মাটিতে আবার

কখনো নীল আকাশে, সতত অনুসন্ধান //

---- শান্তনু সান্যাল