বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০
প্রতিধ্বনি: হারানো দিনগুলো
প্রতিধ্বনি: হারানো দিনগুলো: "অতীতের হারানো দিনগুলো আবার ভীড় করে ঈশান কোণের মেঘ ঝরে যেতে চায় যেন কোন অজানা বহুদূর, সদ্য নবোদিত পূর্ণ চাঁদের দেশে, অরন্য ঘেরা আদিবাসীদের..."
প্রতিধ্বনি: পৃথিবী স্থির ছিল এতক্ষণ
প্রতিধ্বনি: পৃথিবী স্থির ছিল এতক্ষণ: "তুমি এলে না পৃথিবী স্থির ছিল এতক্ষণ চাঁদ ছিল আকাশে মহাশুন্য সারা রাত সাগরের ঢেউ বুকে স্থির ছিল এতক্ষণ তুমিএলে না রাত্রি প্রহর অশেষ রয়ে গে..."
প্রতিধ্বনি: পরিপূর্ণ প্রাপ্তির আশায়
প্রতিধ্বনি: পরিপূর্ণ প্রাপ্তির আশায়: "পরিপূর্ণ প্রাপ্তির আশায় প্রেমের মৃত্যু আমি চাই নি নগ্ন শরীরে হাড় মাংস ছাড়া ছিল এক অমূল্য পৃথিবী তুমি তা আজ ও স্পর্শ কর নি অপারিভাশিত যৌন ..."
প্রতিধ্বনি: অঝর বৃষ্টি
প্রতিধ্বনি: অঝর বৃষ্টি: "অঝর বৃষ্টি ,ভিজেছে রাস্তা ঘাট যুগল পায়রা, খুঁজে বেডায় জানালার আডাল কাঁচের আবরণ পারদর্শী উঁকি দিয়ে যায় বিলুপ্ত স্মৃতি উদাসীন আকাশ সার..."
প্রতিধ্বনি: আত্মসাত
প্রতিধ্বনি: আত্মসাত: "সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী- উজানমুখী আমি ভাঙ্গনের বেদন, বুকে নিয়ে শুধুই চেয়ে থাকি // বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম কিংবা অভিমা..."
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)