রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

নিস্তব্ধ যখন গোটা বহিরঙ্গ পৃথিবী, উত্কন্ঠিত 
অভ্যন্তরীণ জগৎ, খোলস খুলে সেই মুহূর্তে
লতিয়ে উঠতে চায়, ভাবনার লাজুক 
ব্রততী, দেহের সেই পুরাতন 
প্রাচীরে খুঁজে বেড়ায় 
প্রকৃত সিঁড়ির
ধাপ, 
অসামান্য এখানে কিছুই নয়, নৈসর্গিক আদান 
প্রদান, বন্দী সুবাসের মুক্তির আহ্বান,
মৌন তৃষা, উদ্বেলিত আবেগ -
নির্ঝর, উচ্ছ্বাসিত তখন 
সুপ্ত অভিলাষ, 
বুকে 
জড়িয়ে রাখতে চায় জীবন, তার প্রণয় সুধার -
বন্য প্রবাহিনী, নিবিড় নিঃশ্বাস, কাচিক - 
আঁচ, তার প্রেমের অজেয় বিশ্বাস,
দুই বাহুর মাঝে প্রতিভাসিত
যেন উন্মুক্ত আকাশ,
পরিপূর্ণ গন্ধিত 
ভাবাবেশ !
সুদুর 
দিগন্তে, প্রগাঢ় মেঘের সাথে কেঁপে উঠে বিদ্যুত 
চমক অবিরাম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
midnight moon by karil