সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

প্রতিবাদ বিহীন - -

বুকের অন্তঃপুরে, লুকিয়ে রাখাটা ছিল
না সহজ, ওই প্রাঞ্জল কাচের
জগতে সব কিছুই ছিল
পারদর্শী ! অপর
পারের
সমস্ত ভাবনা উন্মুক্ত ভাবে প্রকাশিত।
মধুঋতুর আগেই যেন জীবনে
হটাৎ করে, অসময়ের
পুষ্পিত অনুভূতি,
জাগিয়ে
গেছে সারা দেহে এক অদ্ভুত রোমাঞ্চ।
তখন নিজের অস্তিত্বের সাথে
অগ্নি - বলয়ের খেলা
খেলে গেছে
জীবন,
তার হাতে ছিল যাদুর অদৃশ্য চাবুক -
আর আমি প্রতিবাদ বিহীন খুলে
গেছি সমস্ত আবরণ। এক
বিচিত্র মুগ্ধতায়
তখন
ভেসে চলেছে পৃথিবী, নীলাকাশ এবং
অন্তহীন মহাসাগরের ঢেউ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Tueko Sato.jpg