রবিবার, ৯ জুন, ২০১৩

বৃষ্টি থামার পরে - -

আলো অন্ধকারের ওই লুকোচুরির নেপথ্যে 
দাঁড়িয়ে রয় জীবন অদৃশ্য একাকী,
দেখে যায় নিঃশব্দ সব কিছু,
শ্রাবণী মেঘের পৃথিবীর 
বুকে অবতরণ, 
সারা রাত 
একটানা বিশোষণ, বিহানের পূর্বে আকাশ -
যেন অবাক রিক্ত বক্ষে, শুন্য নয়নে 
চেয়ে আছে অন্তঃস্থলের 
যথারীতি অশমিত 
অগ্নিশিখা !
ভেসে উঠছে জলীয় বাষ্পের কুয়াশা চার 
দিকে, পুরাতন বাকল খুলে নিসর্গ 
এখন চায় পুনর্জীবন, তাই 
এক বিন্দু সূর্যের 
কিরণ !
এই মুহুর্তে শাশ্বত, কল্পলোকের অমৃত সম,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by john-cocoris