সে এক সম্মোহনী বলয় অথবা তার বুকের
অতল গভীরতা, যতই যাই ভিতরে
তলদেশ খুঁজে পাই না, বাহ্য
পৃষ্ঠতল খুবই সহজ !
কখনো পদ্ম
পাতার
নিচে, জল মগ্ন বৃন্তের মাঝে, কখনো ভেসে -
রয় তার আবেশিত অভিলাষ, আধ
খোলা পাপড়ির গায়ে নীহার
বিন্দুর রূপে, পরশের
সীমান্তে ! তার
প্রণয়ের
অবুঝ নীলাভ শিখা সবসময় অস্থাবর, চির
অধরা, কাছে গেলেই কুয়াশা, দূর
হলেই উদ্ভাসিত ! সে কখনো
রূপায়িত দেহে নিয়ে
হাসনুহানার
সুরভি,
আবার কখনো, সে এক নিরাকার ভালবাসা
অদৃশ্য জড়িয়ে রয় খোলা বক্ষ:স্থলে,
প্রকৃত ঘামের সঙ্গে - -
প্রকৃত ঘামের সঙ্গে - -
* *
- শান্তনু সান্যাল
art by Michelle Curiel