বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

Paintings by Christian Jequel




ওই জীবন পারাবার তীরে - - 
সাগরের আহ্বান নিরন্তর মন্থন করে যায় অন্তর্মন,
বিস্তীর্ণ আকাশ চেয়ে রয় নির্বাক নিজস্ব
সংকুচিত রূপ, জীবনের খেয়া 
চিরকাল অস্থির, বেয়ে 
যেতে চায় রঙ্গীন 
দিগন্তে,
পারি নি ধরে রাখতে উড়ন্ত কুটুম্বিতা, সময়চক্রে 
ছিটকিয়ে গেছে একের পরে এক সমস্ত 
ভালবাসার বিন্দু, ওই বহুরঙ্গী
প্রজাপতির প্রতিফলনের 
আয়ু ছিল খুবই 
অল্প, 
আঙ্গুল ডগায় রইলো কিছু শল্কের ছোঁয়া, রং মুছে 
গেছে অনেক আগে, আরশি ভুলে গেছে 
আমার পরিচয় কিংবা নিজেই 
চিনতে পারিনি নিজেকে,
আজন্ম যেন এক 
অপরিচিতি, 
- শান্তনু সান্যাল