তুমি শুধুই দেখেছ আমার দেহে -
মীনাবাজারের ঝাঁক ঝমক,
সন্ধ্যার সাথে ক্রমে
ক্রমে আঁধার
গ্রাস করা,
ওই
গলির শেষে রয়েছে প্রাচীন দুর্গের
অসমাপ্ত নীরবতা, ঘনীভূত
নিঃশ্বাসের মেঘ, চাপা
কান্নার বর্ষা
বিহীন
আষাঢের জ্বলন্ত রাত্রি, কদাচিত !
বুকের ভিতরে প্রসস্ত ওই
মরুভূমির ব্যথা
ভরা
চিৎকার, শেষ প্রহরে যদি তুমি
শুনতে, অনেক কিছুই রয়
যায় প্রোথিত, সময়ের
নির্মম মাটির
তলে !
মানুষ শুধুই দেখে যায় বিস্মিত
ভাবে, কেশরের চটক
সুরভিত রং,
কেউ
মনে রাখে না সহস্ত্র ফুলের মৃত্যু,
বাহ্য সৌন্দর্য্যে বিমোহিত
এ জগৎ, অন্তরের
পবিত্রতা
রয়
যায় যথারীতি অভিশাপিত - -
চিরদিন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
pink-daisy by jai-johnson
মীনাবাজারের ঝাঁক ঝমক,
সন্ধ্যার সাথে ক্রমে
ক্রমে আঁধার
গ্রাস করা,
ওই
গলির শেষে রয়েছে প্রাচীন দুর্গের
অসমাপ্ত নীরবতা, ঘনীভূত
নিঃশ্বাসের মেঘ, চাপা
কান্নার বর্ষা
বিহীন
আষাঢের জ্বলন্ত রাত্রি, কদাচিত !
বুকের ভিতরে প্রসস্ত ওই
মরুভূমির ব্যথা
ভরা
চিৎকার, শেষ প্রহরে যদি তুমি
শুনতে, অনেক কিছুই রয়
যায় প্রোথিত, সময়ের
নির্মম মাটির
তলে !
মানুষ শুধুই দেখে যায় বিস্মিত
ভাবে, কেশরের চটক
সুরভিত রং,
কেউ
মনে রাখে না সহস্ত্র ফুলের মৃত্যু,
বাহ্য সৌন্দর্য্যে বিমোহিত
এ জগৎ, অন্তরের
পবিত্রতা
রয়
যায় যথারীতি অভিশাপিত - -
চিরদিন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
pink-daisy by jai-johnson