বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

অবিদিত যাত্রী - -

এই রাত যেন রহস্যময় কুহকী,
ফেলে চলেছে মায়া জাল 
সমস্ত দেহ হতে 
প্রাণে, কে 
তুমি 
অবিদিত যাত্রী, সরাসরিভাবে -
করে চলেছ হৃদয়াঞ্চলে 
অনুপ্রবেশ, না 
কোনো 
অনুমতি, না কোনো সম্মতি - -
যথেচ্ছভাবে থাকতে চাও 
অন্তরের মাঝে !
অনন্ত 
আলোর রূপে, কে তুমি হে পান্থ !
একাকী, করে যেতে চাও 
অবৈধ দখল জীবন
ধরাতলে, 
অবাধগতির সাথে - - - 
* * 
- শান্তনু সান্যাল 
By artist - martin johnson heade

http://sanyalsplanet.blogspot.com/