মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১


শুন্য সাঁঝের পদধ্বনি 

জীবনের মূল্য নির্ধারণ, প্রিয়জনের 
অনুমোদনের পথ চায় না, 
প্রেমের মূল্য বুঝতে 
বিলম্বের কারণ 
কি যা ছিল 
জানি না, যখন তৃষ্ণা শুকিয়ে গেছে 
সে বাড়িয়ে দিল জলের কলসি 
অনেক বার এমন হয় 
থাকে, চোখের 
সম্মুখে 
বসন্তের আগুন ভরে যায় বুকের মাঝে 
শীতযাপনের নিদ্রা, পৃথিবী চলে 
উদীয়মান সূর্যের পিছনে 
উড়ন্ত পাতার 
ঠিকানা 
কেও মনে রাখে না, সান্ধ্য তারকের দীপ্তি 
ছিল অল্পকালীন, তার অস্তিত্বের 
ইতিহাস কেও জানতে চায় 
না, বিলুপ্তি কিংবা
উদ্ভাসিত,
মনের কপাট ছিল অনবরত খোলা কিন্তু 
জোছনা পথ ভুলে ও আসে নি 
তারা গেছে ভেসে বন্য 
কুসুমের গন্ধে 
জীবনের 
শুন্য সাঁঝে কাহিনী বলার মত কিছুই ছিল
 না.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/