সারা রাত ছিল এক এমন বিষন্নতার
পরিমণ্ডল, অনেক ক্ষণ ছিলাম
একাকী বসা, খোলা
জানালার ধারে,
দেখি সেই
ডুবন্ত তারার পথে তুমি এখনো আছ
দাঁড়ায়ে, বুকে জড়িয়ে শেষ -
রাতের ঝরিত
শিউলির
গন্ধ,
অনেক ক্ষণ ধরে চেয়ে রইলাম ওই -
দিগন্ত পারের সরু উজ্জ্বলিত
রেখার নীচে, অস্পষ্ট
ভাষায় লেখা
কবিতা,
হয় ত ভুলবশত, তুমি নিবেদিত - -
করেছ আমার জন্য ! অনেক
ক্ষণ অপেক্ষা করেছি,
নিয়ে চোখের
আয়নায়
তোমার দ্বিধান্বিত প্রতিফলন, দেখি
ক্রমশঃ ঢেকে যাচ্ছে রাস্তা -
পথ ঘাট, নদীর গায়ে
অবশেষ সঘন
কুয়াশার
চাদর,
হয় ত নদী, কিনারা, ঝুলন্ত বটশাখা,
দেউলে বন্দী মাটির বিগ্রহ,
পাখির অমিমাংসিত
কলরব, সব
কিছু
শেষ প্রহরে গেছে হয় ত স্বপ্নীল পথে,
প্রতারক রাত্রি যথারীতি
ঘুমোতে দেই নি
কোনো
ভাবে আমায়, টেনে নিয়ে গেছে - - -
জানি না কোন মায়াবী
মরীচিকার পথে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creation gargovi art gallery
পরিমণ্ডল, অনেক ক্ষণ ছিলাম
একাকী বসা, খোলা
জানালার ধারে,
দেখি সেই
ডুবন্ত তারার পথে তুমি এখনো আছ
দাঁড়ায়ে, বুকে জড়িয়ে শেষ -
রাতের ঝরিত
শিউলির
গন্ধ,
অনেক ক্ষণ ধরে চেয়ে রইলাম ওই -
দিগন্ত পারের সরু উজ্জ্বলিত
রেখার নীচে, অস্পষ্ট
ভাষায় লেখা
কবিতা,
হয় ত ভুলবশত, তুমি নিবেদিত - -
করেছ আমার জন্য ! অনেক
ক্ষণ অপেক্ষা করেছি,
নিয়ে চোখের
আয়নায়
তোমার দ্বিধান্বিত প্রতিফলন, দেখি
ক্রমশঃ ঢেকে যাচ্ছে রাস্তা -
পথ ঘাট, নদীর গায়ে
অবশেষ সঘন
কুয়াশার
চাদর,
হয় ত নদী, কিনারা, ঝুলন্ত বটশাখা,
দেউলে বন্দী মাটির বিগ্রহ,
পাখির অমিমাংসিত
কলরব, সব
কিছু
শেষ প্রহরে গেছে হয় ত স্বপ্নীল পথে,
প্রতারক রাত্রি যথারীতি
ঘুমোতে দেই নি
কোনো
ভাবে আমায়, টেনে নিয়ে গেছে - - -
জানি না কোন মায়াবী
মরীচিকার পথে !
* *
- শান্তনু সান্যাল
creation gargovi art gallery