যখন ঝরেছে শেষ প্রহরের নিহার কণা,
তখন ছিল না একটিও নিশিপুষ্প
তরু শাখার গায়ে, ওই
মোড়ের আছে
নিজস্ব
এক কাহিনী, যেখানে মিলেছিলাম তার
সাথে, হেঁটেছি কিছু দুরে, শব্দহীন
ভাষায়, কথাও বলেছি তার
সাথে, ওই নিস্তব্ধ
মুহুর্তের
স্মৃতি - গন্ধ আজও ছুঁয়ে যায় ক্ষতচিহ্ন,
আজও মনে হয় সে যেন লিখতে
চায়, অসমাপ্ত কবিতার
উপসংহার, ওই
ছন্দহীন
ভালবাসার গভীরে, বহু বার খুঁজেছি -
জীবনের মর্ম, আর প্রতি বার
গেছি হারিয়ে নিজের
প্রতিচ্ছায়া !
ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বারংবার ফিরে
এসেছি নিজের গৃহে, জীবন তখন
অবুঝ চড়ই পাখি শুধুই
ঠোকরিয়ে মরে
নিজের
বিম্ব, ফিরে আসে বারেবারে অলিন্দের
গা ছুঁয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
fallen emotion
তখন ছিল না একটিও নিশিপুষ্প
তরু শাখার গায়ে, ওই
মোড়ের আছে
নিজস্ব
এক কাহিনী, যেখানে মিলেছিলাম তার
সাথে, হেঁটেছি কিছু দুরে, শব্দহীন
ভাষায়, কথাও বলেছি তার
সাথে, ওই নিস্তব্ধ
মুহুর্তের
স্মৃতি - গন্ধ আজও ছুঁয়ে যায় ক্ষতচিহ্ন,
আজও মনে হয় সে যেন লিখতে
চায়, অসমাপ্ত কবিতার
উপসংহার, ওই
ছন্দহীন
ভালবাসার গভীরে, বহু বার খুঁজেছি -
জীবনের মর্ম, আর প্রতি বার
গেছি হারিয়ে নিজের
প্রতিচ্ছায়া !
ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বারংবার ফিরে
এসেছি নিজের গৃহে, জীবন তখন
অবুঝ চড়ই পাখি শুধুই
ঠোকরিয়ে মরে
নিজের
বিম্ব, ফিরে আসে বারেবারে অলিন্দের
গা ছুঁয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
fallen emotion