সে দিনের সন্ধ্যার বৃষ্টি এখনো ভিজিয়ে -
1-creepers-sasitha-weerasinghe 1
আছে কি মনের শুষ্ক ভূমি, মাঝে
মাঝে ভেসে উঠে দেখি
নিঃশ্বাসে অদ্ভুত
জানাশোনা
গন্ধ !
ছুঁয়ে যায় অন্তর্তমের সুগ্রাহী ধরাতল -
অবাঞ্ছিত স্পর্শ কি এখনো
জড়িয়ে রয়েছে হৃদ
অঞ্চলে, যেন
উড়ন্ত
সোনালী প্রজাপতি রেখে গেছে এক স্মৃতি
চিহ্ন, আঙ্গুলের ডগায় দেখি
এখনো জেগে আছে
অজানা শল্কের
রেশমি
দাগ, ফেলে গেছ কি জেনে শুনে, সুবাসিত
ভাবনার রুমাল, ঠিক মনের
দোরগোড়ায়, অনাহূত
সুরুভি করে রয়
সারা রাত
দেহ
ও প্রাণে অনুপ্রবেশ, বন্য লতিকা সম -
তার ভালবাসা, উঠে যেতে
চায় অস্তিত্বের শৈল
শিখর অবাধ্য
রূপে - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/