না এখানে শেষ নয়, সবে ত আরম্ভ, অনেক পথ
বাকি, সুদুর পাহাড়ের গায়ে নেমে আসে নি
এখনো আঁধার, শুধুই মেঘের ছায়া
করে যায় অলীক সৃষ্টি, না
এখনো ছড়ায় নি
বুনো ফুলের
গন্ধ,
উঠে নি সান্ধ্য আরাধনার দিব্য অনুভূতি, জ্বলে
নি এখনো বুকের নীরব প্রদীপ, কিছু ক্ষণ
আরো যদি কাছে থাক, হয় ত শাপ
মুক্ত হবে প্রণয়ের অভিশপ্ত
পাষাণী প্রতিমা, এখনো
নিবন্ত ভাবনার
যজ্ঞ শিখা,
হয়
ওঠে নি জীবন্ত আবেগের ঋচা, কিছু সময় যদি
আরো ছুঁয়ে থাক লাজুক হৃদয় স্পন্দন,
সম্ভবতঃ জীবন হয় উঠবে
খাঁটি সোনা - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/