মধ্য রাত এখন, ছড়িয়ে আছে আকাশ জুড়ে -
এলোমেলো তারক বৃন্দ, ঝরি নি বোধ
হয় শিউলির গুচ্ছ, বৃন্তের বুক ধরে
আছে ফুলের নিঃশ্বাস, ঝরে
গেলেই গন্ধের ইতি,
তাই জড়িয়ে
যদি
আরও কিছু ক্ষণ থাকে আবেগের ঘোর, ভরে
উঠবে শুন্য জীবনের সৈকত, তোমার
প্রেমের তরঙ্গে এখনো উঠে নি
সুপ্ত ঘূর্ণি, দেহের বালু চর
এখনো অনাক্রান্ত
উদাসীন,
ডুবতে চাইলেও হৃদয় কি ডুবতে পারবে !