প্রকাশিত হওয়া, বিমোহিত করে গেছে
পৌরুষ গ্রন্থী, উদ্ভাসিত তখন
মনের অন্ধকার, ছুঁতে
চেয়েছিলাম তার
প্রতিভাসিত
আবর্ত, বহুবিধ চক্রে গাঁথা মায়াবী মধুকোষ
যেন চলকে পড়তে চায় অধর সুধা,
নয়ন তীরের সেই সঘন ছায়ার
তলে অজবীথির রুপালি
আলো, ছড়িয়ে
চলেছে
মোহাবিষ্টের জাদু ভরা স্বেদ কণিকা, আমি
বিস্মিত চোখে খুঁজে চলেছি বশীকরণ
মন্ত্রের নিরাপদ উপায়, অমূল্য
প্রতিষেদক ! নিশীথ
রাতের সান্দ্র
আঁধারে
সেই প্রতিবিম্বটি ফিরে যায় নি আরশির
জগতে, মাংসপেশির ফ্রেমে সে
এখন পরিপূর্ণ ভাবে এক
প্রাণোচ্ছল মানুষ
জড়িয়ে,
ধরে রয়েছে জীবনের প্রতি মুহূর্ত, প্রাণের -
চিত্রলেখ, নিঃশ্বাসের সমীকরণ !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/