মুখোস
মুখরিত উচ্চ শিখরে অনুষ্ঠান
বিদেশী আতরে ভরা প্রগতি সদন,
দামী মদের ঝাক ঝাক বোতলে সুপ্ত
বিদেশী যত সব, আয়াতীত বিচারধারা /
পাশ্চাত্য ও পুরাতন সভ্যতার মিলন বিন্দু
দীর্ঘ ভাষণের পার্শ্বে শুধুই শুন্যতা,
অবিরল এক বৃদ্ধ গেয়ে যায়
অবনতির বিজয় গাথা, দাবি করে
সমাজের উন্নতির জন্য যেন পৃথিবীর
সমস্ত সুখ ছড়িয়েছে, আবার বহু দর্শক
মুখ চাপা দিয়ে হেসেই চলেছেন /
প্রগতির দর্পণ, মুখোসের আসল রূপ
দেখে নিজেই ভেঙে বহু কোণে
এই ভাবে বিলিন হলো যে হদিস পাওয়া
মুশকিল, মানবিকতার মশাল নিভে চলেছে,
আস্তে আস্তে অনুষ্ঠান শেষ মুখী,
দর্শক বিহীন মঞ্চে রয়েছে ক একটা
পুষ্প মালা আর সহস্ত্র মুখোস //
-- শান্তনু সান্যাল