বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০১০
পরজীবী
পরজীবী অমর বেল,ছদ্ম অনুরাগ
সহজে দেহচ্যুত করা যায় না
বট বৃক্ষ বাঁচাতে হলে, বন্য লতা
কেটে ফেলতে হয়, এটাই নিয়ম,
বন্য মোষ দল বেঁধে যদি এক হয়
সিংহ কুটুম্ব পথ খুঁজে পায় না,
মানুষ এখনো বিলুপ্ত হয় নি
পৃথিবীর বুকে রাজত্ব চরাচর,
মহাভারত মিথক তোমার চোখে
সাধারণ মানুষ অন্তরে কুরুক্ষেত্র
লয়ে বেঁচে আছে দিবা নিশি,
দাবানল বিক্ষিপ্ত পথিক অবিরাম
যদি ছড়ায় ভালো মন্দ ভুঝে না,
পথের সমস্ত বাধা সমুল নষ্ট করে
যায় নিমিষে,প্রকৃতির এটাই নিয়ম,
বৃহত কোন দর্শনের দরকার বৃথা //
-- shantanu sanyal
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন