নিঃশব্দ পাখিরা উড়ে যায় অন্তরিক্ষে
ছায়াময় রাত্রি ঘুমন্ত পৃথিবী,
অন্তহীন অন্ধকার, যেন অশেষ প্রাচীন
এক গুহার মুখোমুখি আমার
অস্তিত্ব, বুকে পাষাণ বয়ে চলেছে --
চন্দ্র বিহীন আকাশ, নিরবতা সঘন
তবু যেন জাদুভরা চোখে তারাদের
আলো অজানা ভাষায় গল্প করে,
গোপন এক নদী একাকী বয়ে চলেছে
গন্তব্যহীন সাগর সঙ্গমে,বহু দূর -
আমাদের বন্ধুত্ব পুরাতন, আমি এবং
নদী প্রায: গল্প করি, তার কাহিনীর
কোনো ইতি নাই, শুনতে ভালো লাগে
এক বৃদ্ধ পুরোহিত, নাকি এক দিন
নিজের শ্রাদ্ধ নিজেই করতে গিয়ে বলে-
হে নদী, ছদ্ম যত সব আত্মীয়তা ছিল
মনের মাঝে তোমার অতল জলে তিলাঞ্জলি
দিয়ে মোহপাশের বাঁধন আজ খুলে দিলাম,
নদী নাকি মৌন উত্তর দিয়ে ছিল
এতই সহজ যদি হত, মুক্তির পথ -
যুগে যুগে অভিশাপিত জলরাশির ভার
আমিও যে কেন বয়ে যেতাম,
স্বেচ্ছায় শুকিয়ে দায়িত্য মুক্ত হতাম //
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন