আগামী জন্মে আমার শুধুই তিনটা জিনিষ চাই
তোমার ভালবাসা, কলকাতা এবং
মুখে বাংলাভাষা, এর বাহিরে নাই
কোনো অভিলাষা ----
এই তিন ভুবন ঘিরে আমি বেঁচে আছি
ওই গড়ের মাঠে সাত জন্ম
পেরিয়ে ও আমি পথ চেয়ে থাকব
সঘন বর্ষায়, জ্বলন্ত ফাল্গুনে
শারদীয় রাতে, শীতের প্রভাতে
বেলুর মঠে কিংবা বাবুর ঘাটে
আমার রুধিরে, নিঃশ্বাসে, দুঃখে, সুখে
জন্ম মরণে, তুমি, কলকাতা এবং মাতৃভাষা
থাকবে চিরন্তন, চিরস্থায়ী
মহাজল্প্লাবনে অথবা প্রলয়ন্কারী
ঘূর্ণিঝড়ে ও বেঁচে থাকতে চাই
বুকে জড়িয়ে রবি ঠাকুরের গান
সেউলি, কাঁশ ফুল, দেবীর আগমনী
ছায়াময়ী তুমি কুত্সিত কী সুন্দর
তা আমি জানি না, আমার প্রেমের উদয়াস্ত
তোমার হৃদয়ের মাঝে
আমি আর কোন অনন্য পথ শোধ করি নি
করতে ও চাই না - আমি চাই তোমার পরিপূর্ণ
প্রেম, দেহে বাংলার মাটি, কলকাতার জীবন !
কল্প লোকের বাসনা নাই
বাস্তবিক ধরাতলেই থাকতে চাই //
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন