অধীর মনে গেছ রেখে, শুন্যতার মাঝে ও
প্রত্যাশার কিছু বিন্দু, রেখাঙ্কিত আবেগ,
অনাগ্রহী তোমার মুখে ছিল অস্পষ্ট ব্যথা,
নিষ্পতির পথে উচ্ছল শ্যামলিমার সঙ্কেত,
ওই দুবিধা ভরা ভালবাসায় থেমে রয়েছে
কোথায় যেন স্থির মধুমাসের আন্দোলন,
বিযুক্ত হয়ে ও তুমি গেলে জড়িয়ে বহু
অপ্রকাশিত মনের স্বপ্নাবেশ, কিংবা হিয়
দ্বন্দ, খুঁজতে গিয়ে নয়নের গভীরতা, ফিরে
ফিরে আসি যেন কূল হারা উদাসীন খেয়া,
সুদূর তোমার পীছে মুড়ে সেই চাহনি যায়
করে উদ্বেলিত, নিরব প্রেমের উপত্যকা,
নিষ্প্রভ সাঁঝের আকাশে এখনো দেখি কিছু
ভাঙা হাসিময় শুভ্র নিরদের উড়ে যাওয়া,
তুমি গেছ মিলিত ব্যক্তিত্বের শিরায় শিরায়
এই ভাবে, যে অবশ হৃদয় গেছে উন্মত্ত,
অবহেলনার মধ্যে ও দিয়ে গেছ ভালবাসা,
এই নিগুঢ মূলসুত্রে জীবন যায় বিশ্রঙ্খলিত.
--- শান্তনু সান্যাল
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন