বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

অলৌকিক

জীবন্ত হৃত্পিণ্ড নিয়ে আছি সম্মুখে 
এই ভাবে তফাতে যেও না সরে,
নির্বাক স্পন্দনের কিছু বাঞ্ছিত রেখা 
চায় স্বীকৃতি, শর্তের বাহিরে পাওয়া,
পার্থিব সমর্পণের সীমান্তে ও আছে -
নতুন এক অভূতপূর্ব সিংহ তোরণ,
অন্তঃকরণ ও তোমার সৌম্য আঁখির 
মধ্যিখানে রয়েছে সে অনামিত প্রেম, 
এই বেগবান প্রবাহে শুধুই থেকো
আশেপাশে, ঘূর্ণাবর্তের জাদু লয়ে যায় 
শুন্যতার দিগে ক্রমশঃ নিমজ্জিত, 
এই মিহিন সাঁঝে, নির্বাপিত হয় উঠে 
সমস্ত বাসনা, মনে জেগে রয় শুধুই 
তোমায় চেয়ে থাকার অনিন্দ্য চাহনি,
এই চাহনি তে গড়ে যেতে চাই 
জীবনের ধ্বংসময় প্রাচীন অনুরাগের 
লুপ্তপ্রায় সভ্যতা,নিঃস্বার্থ মূল্যায়ন, 
অলৌকিক প্রণয়ের ইচ্ছে প্রজ্বলিত হয় 
উঠে শিরায় শিরায়, এমন সময় তুমি 
মানবীর রূপে যেন দিব্যতার দিগে এগিয়ে 
যাও নিরন্তর,শুভ্র চন্দ্র রশ্মি রেখা উর্ধ মুখী //
---- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন