মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

শুন্যতা

শুন্যতা

দূরত্ব রেখো কিছু,সন্নিকটে স্বপ্ন যায় সহজে ভেঙে,

সান্ধ্য ও বিহানের মাঝে দশকের ব্যবধান, সবে ত

নিশিগন্ধে উন্মেষিত মধুর গন্ধে, আকাশের নীলে

যাই নি জোছনায়এখনো মিলে, নদীর বুকে ভেসে

যায় বহু নৌকা, সুদূর ঘাটের জলে ভাসি নি দীপ,

অবারিত বুকে প্রতিচ্ছবি দেখে নিও,আঁধার নেমে

আসবে কিছুক্ষণে,মেঘের অস্থিরতা ঘনিয়ে যাবে

ব্যাকুল হৃদয়ের সুপ্ত অভীপ্সা, স্পর্শে জেগে উঠবে

ভস্মিভূত তৃষ্ণা,এই মরিচিকায় হারিয়ে যাওয়ার

আগে,প্রায়শ্চিতের মার্গ গুলো রেখো উন্মুক্ত ভাবে

স্বাধীন, স্বীকারোক্তির মাঝে গ্লানি যায় না ভরে !

অস্থম্ভীয় সেতুর বন্ধন খুবই শক্তিহীন, নির্বল -

ভাঙনের আগে কোনো,কিছুই ভাবিকথন কহে না,

পড়ে রয় উধ্বস্ত রূপে নদীর প্রবাহে,দেখে থাকে

আকাশের মায়াবী গঙ্গা,সপ্তর্ষি,নিহারিকাওশুন্যতা !

---- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন