আমি কি আছি ?
এস দাও আগুন এই ছাত বিহীন ঘরে
মাটির ভিত্তি, কঙ্কাল ময় দেহের দেয়াল
যাও পুড়িয়ে, কোথায় আছে মিছিল মশাল !
কি বা আছে আমার ঘরে দু খানা ঝুরি
বেলচা, শাবল, বাবুদের দেওয়া মাটি
কাটার আসবাব দামী, মাটির হাড়ি, ছেঁড়া
মাদুর, ভাঙা খসা উঠোনের নিয়তি,
দড়ি বিহীন খাট ঝুলানো সকালের গায়ে
কাঁধের কালো দাগে লুকিয়ে রেখেছি স্বপ্ন
আপনজন আবার কোন জীবের নাম জানি না
কোথায় কোন বস্তিতে তারা নাকি নাচ
গান করে, বেঁচে আছে সেই বড় উপলব্ধি
বেড়া দেব কার লাগি, দুই চার মরা গাছ নিয়ে
কিসের মায়া, তুমি বললে আমার ও নাম আছে
ভালো কথা, লিখে রেখো নিজের কাছে
ধার ফিরিয়ে দেব আগামী জন্মে, এই মাঝ
আঙ্গুলের কি বা মূল্য, দাও পুড়িয়ে
হাড়, মাংস ই যখন নাই গায়ে কি হবে দেখে
হিরক বলয় চিকচিকে !
--- শান্তনু সান্যাল
এস দাও আগুন এই ছাত বিহীন ঘরে
মাটির ভিত্তি, কঙ্কাল ময় দেহের দেয়াল
যাও পুড়িয়ে, কোথায় আছে মিছিল মশাল !
কি বা আছে আমার ঘরে দু খানা ঝুরি
বেলচা, শাবল, বাবুদের দেওয়া মাটি
কাটার আসবাব দামী, মাটির হাড়ি, ছেঁড়া
মাদুর, ভাঙা খসা উঠোনের নিয়তি,
দড়ি বিহীন খাট ঝুলানো সকালের গায়ে
কাঁধের কালো দাগে লুকিয়ে রেখেছি স্বপ্ন
আপনজন আবার কোন জীবের নাম জানি না
কোথায় কোন বস্তিতে তারা নাকি নাচ
গান করে, বেঁচে আছে সেই বড় উপলব্ধি
বেড়া দেব কার লাগি, দুই চার মরা গাছ নিয়ে
কিসের মায়া, তুমি বললে আমার ও নাম আছে
ভালো কথা, লিখে রেখো নিজের কাছে
ধার ফিরিয়ে দেব আগামী জন্মে, এই মাঝ
আঙ্গুলের কি বা মূল্য, দাও পুড়িয়ে
হাড়, মাংস ই যখন নাই গায়ে কি হবে দেখে
হিরক বলয় চিকচিকে !
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন