ভাঙনের ধারে
জানি না কে তুমি জড়িয়ে লহ আঁধার পথেমনের বিশৃঙ্খল মুক্ত ধারা
আমি যাই সামলিয়ে বিলুপ্ত আলোর সন্ধানে
অনাম গন্ধে ভরিয়ে দেহ সারা
ওই পঙ্কিত বাটে ও ফুটে কমলিনী একরাশ
বহে যায় হৃদয়ের বহু জলধারা
কে যেন নিঃশব্দ লয়ে ডেকে যায় ওইসুদূরে
অস্থির মম অন্তরে যেনএকতারা
গাহে দিবা নিশি কার ব্যথিত সুর হৃদির
মাঝে,আমি হয় উঠি দিশাহারা
নিমিষে দেখি তোমার অদৃশ্য সঘন ছায়া
ঢেখে রাখে ভাঙনের চেহারা
গগন, ভূমি ও বরুণের মহা রৌদ্র খেলায়
দিয়ে রও নিরবে নিঃসঙ্গ পাহারা
সৃষ্টির বিরাট দাবার ছকে অদৃশ্য দাড়ায়ে
সরিয়ে যাও নিয়তির ধ্রুব তারা
দিয়ে যাও স্বপ্নের ছোঁয়া বুকে যেন জড়িয়ে
বাঁধি বাসা পলে পলে আমি বাস্তুহারা.
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন