শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১


--
গ্রীষ্মের এক রাত্রি 
লালচে

গ্রীষ্ম 
লালচে বাদামী পাহাড়, পল্লববিহীন তরু শাখা 
ধুসর ছাই আকাশ, জনশূন্য ভূমি, সাঁঝের জাদু 
গেছে হয়ে শেষ, গ্রীষ্মের অনুসরণ করে জীবন !
বিষুবত রাতে তুমি রয়েছে কাছে, এই কি নয় এক 
অপ্রত্যাশিত উপলব্ধি, দীর্ঘ নিঃশ্বাস ছুঁয়ে 
তোমার অধর খানি, যায় জীবন পূর্ণতার পথে 
নীবিড় আঁধার যেন অদৃশ্য আলোকিত আপনমনে! 
তোমার নত বর্ষিত মুখ বক্ষে যায় হয় বিলীন
পিপাসার্ত ক্ষীন শ্বেত মেঘের দল ধেয়ে যায় 
নভের পথে শিশির সন্ধানে ! অভ্র মরিচিকা 
 সাগরের বিচলিত বাষ্প পুঞ্জ উঠে উর্ধ্বকার 
নীলিমার বুকে সহস্ত্র উপত্যকা, যায় তারা হারিয়ে 
শহরান্তে জল সমীর করে যায় একান্তের 
নিয়ম উল্লংঘন, ঘুরে বেড়ায় যাযাবর রূপে 
চায় এক রাত্রির আশ্রয় স্থলি ! উড়িয়ে আনে 
মধুমাসের শেষের কিছু গন্ধ খানি 
পথ চেয়ে থাকে জানালার কাচে, আদ্র কণিকা
রূপে, আস্তে -- বাহু বন্ধ সরিয়ে তোমার 
জানালার পট খুলে দেওয়া, স্বপ্নের আগমন -
ভরে যায় জীবনে ঘুমের মায়াবী জগত,
 মোরা যাই হারিয়ে বর্ষা বনে, অনাম
নদীর বিস্তীর্ণ ধারায়, বহে যাই অবিরাম 
শুধুই বহে যাই -- দুরে বহু দুরে 
--- ---- বাদামী পাহাড়, পল্লববিহীন তরু শাখা 
---ধুসর ছাই আকাশ, জনশূন্য ভূমি, সাঁঝের জাদু 
গেছে হয়ে শেষ, গ্রীষ্মের অনুসরণ করে জীবন !
বিষুবত রাতে তুমি রয়েছে কাছে, এই কি নয় এক 
অপ্রত্যাশিত উপলব্ধি, দীর্ঘ নিঃশ্বাস ছুঁয়ে 
তোমার অধর খানি, যায় জীবন পূর্ণতার পথে 
নীবিড় আঁধার যেন অদৃশ্য আলোকিত আপনমনে! 
তোমার নত বর্ষিত মুখ বক্ষে যায় হয় বিলীন
পিপাসার্ত ক্ষীন শ্বেত মেঘের দল ধেয়ে যায় 
নভের পথে শিশির সন্ধানে ! অভ্র মরিচিকা 
 সাগরের বিচলিত বাষ্প পুঞ্জ উঠে উর্ধ্বকার 
নীলিমার বুকে সহস্ত্র উপত্যকা, যায় তারা হারিয়ে 
শহরান্তে জল সমীর করে যায় একান্তের 
নিয়ম উল্লংঘন, ঘুরে বেড়ায় যাযাবর রূপে 
চায় এক রাত্রির আশ্রয় স্থলি ! উড়িয়ে আনে 
মধুমাসের শেষের কিছু গন্ধ খানি 
পথ চেয়ে থাকে জানালার কাচে, আদ্র কণিকা
রূপে, আস্তে -- বাহু বন্ধ সরিয়ে তোমার 
জানালার পট খুলে দেওয়া, স্বপ্নের আগমন -
ভরে যায় জীবনে ঘুমের মায়াবী জগত,
 মোরা যাই হারিয়ে বর্ষা বনে, অনাম
নদীর বিস্তীর্ণ ধারায়, বহে যাই অবিরাম 
শুধুই বহে যাই -- দুরে বহু দুরে 
-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন