বুধবার, ১৩ এপ্রিল, ২০১১

আদ্র গোলাপ
গীত সঙ্গীত, উন্মুক্ত এক উচ্ছ্বাস
সাঁঝ হইতে বিলম্বিত যামিনী
জাদুমন্ত্রিত, আবেগময় মুহূর্ত গুলি
শেষ প্রহরে ভাঙলো নিদ্রা কোন
অজানা রঙ্গীন ক্ষিতিজে -
মধুরিম প্রভাত কি স্বপ্নের নিয়তি 
পাখিরা যায় উড়ে নতুন দিগন্তে
বিঘলিত মোম, ছাইর মিহিন গুড়ো
আর হৃদয়ের ধরাতল -
কিছু শিশির বিন্দু, নয়ন পাতে করে
ঝিলমিল, ছুঁয়ে যায় ব্যথার চিহ্নে
কিছু অতিরক্ত সময় চায় সংবেদনা, গুছিয়ে
চলেছে জীবন আবার ফুলদান
সদ্য কুসুমিত গোলাপ
উঠিয়ে রাখে মন, ভাঙা মদ পাত্র খানি
খণ্ডিত পুতুল, খুলে দেয় বাতায়ন.
--- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন