বুধবার, ৪ মে, ২০১১

পুরাতন গন্তব্য পাথর



পুরাতন গন্তব্য পাথর  
শুষ্ক মুহুর্ত, আদ্র  নয়নের পাতি 
নিঃশ্বাসে ঘনিষ্ট গন্ধ, আজ ও কি  শিশির 
ঝরে  নিশান্তে -
অল্প কিছু জোছনা  মনে হয় 
পড়ে রয়েছে দিনলিপির পৃষ্টে, 
আবছায়িত পথ, আঁধারের জেদ, 
আলোকের অনুরোধ, কি আর ক্ষতি যদি 
এখনো জ্বলে হৃদয়ে স্মৃতি প্রদীপ,
হারাবার সেই আতঙ্ক  গেছে হয় অস্মৃত ,
তবুও পথের জন্য রেখো কিছু 
দিপান্বয় বুকের স্পন্দন,
জানি গেছে ফুরায়ে মিষ্টি সে গন্ধ, 
 আর উঠে না চাঁদ চেয়ে ,ভাবনার সেই 
তরঙ্গ, তবু ও আকাশে ,চাঁদ ভুলে না ভাসিতে, 
দক্ষিণা বাতাস, জানি না আজ ও বহে কি 
পল্লব বিহীন গাছে হয় তো কিশলয় 
গেছে গজিয়ে শাখা প্রশাখায়,
ধুসর আকাশে কি ছাই রঙের প্রস্তর 
দেখা যায় কিংবা অথৈ নীলের সাম্রাজ্য 
এখনো দাপটে করে রাজত্ব,
জানি না ,নিম্ন উপত্যকায় কি অসময়ের 
বৃষ্টি ভিজিয়ে গেছে, দাহিত বাবলা বন !
ভালই লাগে ভাবতে, পাহাড়ের ওই পারে, 
বহু কাঁটাগাছ, নাকি শাপমুক্ত,
ভরে উঠেছে ফুলে ফুলে বিথীকা,
জীবনের এই বৃষ্টি ছায়ার পথে আজ ও 
মনে হয় পড়ন্ত বেলায়,
মেঘেরা নেবে এক রাত্রির আশ্রয় 
আনমনা মন খুলে রাখে পান্থশালা !
চেয়ে থাকে জানালার ভাঙা রঙ্গীন কাচ,
সাঁঝ নেমে আসে আপনমনে, হরিনের পাল 
খুঁজে বেড়ায়  গোপন ঝীল, 
পাহাড়ের ঢালু ভূমি এখন মৃগয়ার দেশ !
--- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন