শনিবার, ২ জুলাই, ২০১১


চন্দ্র বিহীন রাত্রি 
একত্রে বোনা প্রেম কি আরাধনা
পথহারা সে এক সন্ধানী, ভরা 
দ্বিপ্রহরে সন্ধ্যার অবতরণ, করে 
যায় ভাবনার বিচিত্র রোমন্থন,
সৌর গ্রহণে যেন ভ্রমিত খগ বৃন্দ, 
আলো ও আঁধারের চিরন্তন ক্রীড়া  
অন্তর্নিহিত,অসমাধিত, প্রাচীনতম
উপভাষা নয়নে ভেসে উঠে সহসা,
অলির  উন্মাদ ও কাগজের পুষ্প ! 
সেই উপসংহারের স্পর্শ, হৃদয়ে এঁকে
যায় অমূর্ত,অপরিভাষিত চিত্রাবলী,
লবনীয় তরঙ্গে জেগে উঠে সমুদ্রের 
অশেষ তৃষা, উদ্দীপ্ত হৃদয়ের নদী -
উপনদী চমকপ্রদ যেন চঞ্চল হরিণী, 
আবেগময় অগ্নিগর্ভে বিস্ফোরণের 
পূর্বাভাস,অকল্পনীয় অনুভূতির মহা - 
প্রাদুর্ভাব ঘটে চলে যেন শিরায় শিরায়,
জীবন ক্রমশঃ কক্ষপথে খুঁজে, নিজস্ব 
পরিচয়, হয় উঠে কৃষ্ণ মৃগের সেই 
নয়ন কোণের রহস্যময় স্রাব  গ্রন্থী,
রচে থাকে আবেশীয় কাঁটার সীমানা,
চন্দ্রবিহীন নিশীথে জীবন খুঁজে রয় 
কস্তুরী মিলিত ভালবাসা, দৈহিক ও 
পরালৌকিকের অন্তর অর্থহীন হয় -
 উঠে নিমিষে,ছিন্ন তন্তুর ঘুড়ি দোল 
খেয়ে উড়ে যায় উন্মুক্ত আকাশে, 
নির্বাধ ভাবে দেহে ভরে যায় বন্য 
সুরভি, শ্রাবনের অঝর বর্ষণ এখানে 
পরাজিত, নিভে না অদৃশ্য দাবানল !
-- শান্তনু সান্যাল 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন