শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বাঁশির সুরে

নভোনীল রাতে, দূর ভেসে আসা বাঁশির 
সুরে, জীবন নদী তটভূমি খুঁজে,
তার নয়নের বাঁকে রয়েছে 
স্বপ্নের পান্থশালা, চাঁদ 
ফাঁকি দিয়ে কিছু 
ক্ষণ হারিয়ে 
রয় 
কুঞ্জবনে, মেঘের আড়ালে সে এখন কৃষ্ণ !
আমি দিশাহারা চেয়ে রই আঁধারে,
কানন পথে জোছনার হারিয়ে 
যাওয়া, তার প্রতিশ্রুতির 
রজনীগন্ধা সবসময় 
রহস্যে  কুণ্ডলিত,
লুকিয়ে রাখে 
মনের 
ভিতরে সুগন্ধের ধারা, আমি প্রহত মৃগ -
ধেয়ে যাই, বিক্ষিপ্ত রূপে, নদী 
পাহাড়, নির্ঝর, উপত্যকা,
প্রহেলিকার পরিমণ্ডল,
কুহেলির পথ,
সতত 
দূরস্থ অনুসন্ধান, ক্রমে ক্রমে তার বিলুপ্তির 
সঙ্গে হারিয়ে যায়, অজানা বেণুর 
সঙ্গীত, সুদুর ভেসে যাওয়া 
নৌকা এখন উজানের 
পথে, দিগন্তে 
ভোরের
লালিমা সরিয়ে চলেছে চোখের তন্দ্রা - - -

- - শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন