সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাস্তব পুরুষ - -

যখন ঝলসিত জীবন, হঠাৎ খুঁজে পায় তোমার 
বুকের মাঝে, বিলুপ্ত মরুদ্বীপের ঠিকানা, 
তখন মনে হয়, আমি যেন এক 
সম্যক বাস্তব পুরুষ, ছুঁয়ে 
চলেছি আকাশের 
উচ্চতা -
আশ্চর্য্য ভাবে, ফেলানো রয়েছে ধুসর পৃথিবী -
বহু দূরে, উন্মুক্ত যখন আবেগের গন্ধ - 
কোষ, তখন দেখি তুমি, তৃষিত 
নয়নে চেয়ে আছো ঈশান 
কোণের জমানো 
মেঘের 
স্তর,এমন সময়ে আমি হয়ে যেতে চাই বাউণ্ডুলে 
মেঘ, ভিজিয়ে দিতে চাই তোমার অন্তরতর
গভীর ভাবে, যখন সম্পূর্ণ চরাচর 
ঘুমের নাগরদোলায়, খুঁজে 
চলেছে উড়ন্ত স্বপ্নের 
উত্স বিন্দু, 
তখন 
দেখি, তোমার নিঃশ্বাস ছুঁয়ে যেতে চায় আমার 
দেহ ও প্রাণ সাঙ্ঘাতিক ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/

কোন ধর্মের পুরোধা - -

কুরুক্ষেত্র হতে কলিঙ্গের রক্তাক্ত -
রণভূমি অথবা মধ্যপ্রাচ্যের
রক্তে দ্রবীভূত মরু -
প্রান্তর, যুগ -
যুগান্তরে শুধুই মরেছে নিরীহ - -
মানুষ, ওই জমির কিছু
টুকরোর জন্য মহা
সংগ্রাম, আবার
কখনো
বৃথা অহংকারের বদলে শিরশ্ছেদ,
এ কেমন তত্ত্ববিদ্যা যে করে
মানব হন্তার গুণগান ! এ
কেমন অনুচারী
যারা
বিবেকহীন ভাবে ধেয়ে যেতে চায়
দানবের পিছনে, মানবতা
করে উন্মুক্ত চিৎকার,
জানি না এরা কে
কোন ধর্মের
পুরোধা,
শিশুদের হত্যার পরে করে বিকৃত -
হর্ষ উল্লাস, জননীর বুকে পা
রেখে করে বিশ্ব বিজয়ের
জয় ঘোষ, এরা সব
কিছু হতে পারে
কিন্তু
এরা মানুষ - -কি কোনো দিন হবে ?

* *
- শান্তনু সান্যাল
   

http://sanyalsplanet.blogspot.in/
Barbara Flowers, Poppies

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ঐহিক জগতের বাহিরে - -


তুমি এখনো ভেসে আছো ঊর্ধ্বতলে,
নির্বাধ ভাবে খেলতে চাও শান্ত
তরঙ্গের সাথে।ওই প্রচণ্ড
আবেগে জানি না
কি যে আছে,
ভুলিয়ে
নিয়ে যেতে চায় সুদূর কোন এক -
প্লাবিত উপকূলে। ক্রমশঃ তুমি
ভেঙে দিতে চাও সমস্ত
ঐহিক জগতের
রেশমী -
বাঁধন, নিঃশর্তে বেঁধে রাখতে চাও
এই জীবন, নিজের নিঃশ্বাসের
সাথে। আমিও কেমন
যেন অতি আগ্রহী,
মিশে যেতে
চাই - -
চিরতরে, তোমার দেহের প্রতি অণু
রন্ধ্রে। প্রেমের উৎকর্ষ কিংবা
অন্ত্য স্পৃহা বলা কঠিন,
কি যে আছে এই
মুহূর্তে
দুই আবেশপূর্ণ দেহের  অন্ত:করণে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

স্বপ্নের বাহিরে - -

এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে

এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ নেই,
সুদূর প্রসারিত মৌনাঞ্চলে শুধুই রয়েছে
মৃগ মরীচিকার মেঘ আর তপ্ত
মরুভূমি, নিঃশব্দ শিশির
ঝরে সারা রাত, কিছু
ক্ষণের আলো
এই পথের
কাহিনী,
অনন্তকালের অনুবন্ধের কোনো শপথ নেই,
এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে,
তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো
ছায়াপথ নেই । অভিলাষের
তালিকা অশেষ, নদীর
বাঁকে জীবন খুঁজে
হারিয়ে যাওয়া
সঞ্জীবনির
বৃক্ষ, যার
গায়ে ঝুলিয়ে রয়েছে কিছু অপূর্ণ  মানতের পাথর,পল্লববিহীন ওই গাছের শাখায়
জড়িয়ে আছে হলদে অমরলতা,
আলোর স্রোতে ভাসিয়ে
যে নিয়ে যেতে পারে
এমন কোনো
মায়াবী
রথ
নেই, এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ
নেই ।
- - শান্তনু সান্যাল

সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

যথারীতি - -

কিছুই বদলাই নি, ঘড়ির কাঁটা নিজের 

জায়গায় যথারীতি ধেয়ে চলেছে 

পরস্পরের পিছনে, মধ্য -

রাতের মহা উৎসব 

শেষের দিকে,

নিস্তব্ধতা

ভেঙে

তোমার নিঃশ্বাস ছুঁয়ে চলেছে বুকের মরু

ভূমি, কিছু শিশির কণা চোখের পাতায় 

এঁকে চলেছে জোনাকির আলো,

স্মৃতির শূন্য ঘরে আবার 

জ্বলে উঠতে চায়

চকমকি পাথর,

আবার মন

খুঁজে

বেড়ায় হারানো বৃষ্টির দিন, অতীতের সিন্দুক

খুলতে গিয়ে দেখি, অনেক দিনের পাট 

করা ভাবনার পরিধান ছিঁড়ে গেছে

বহু কোণে, কম্পিত আঙ্গুলের

ডগায় রয়েছে কিছু

ডানার ফিকে

দাগ, আর

পুরাতন

বইর

চেনা গন্ধ - -

- - শান্তনু সান্যাল



বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

অন্তহীন সোপানে - -

তার কামনার ওই অন্তহীন সোপানে, 
জানি না কোন ধাপে আছে 
পরিতৃপ্তির চূড়ান্ত 
বিন্দু, তার 
গভীর 
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর 
আয়ু, নিয়তির হাতে 
রয়েছে বাঁধা,
তবুও 
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন 
প্রজাপতির সাথে সুদুর অজানা 
রামধনুর দেশে, জানা 
সত্তেও যে পাতা 
ঝরার 
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায় 
অদৃশ্য সুরভির 
অনুভূতি, 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window