সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

নায়িকার দর্পণ

বড়ই  সাধের সে মানুষ কাঁধে হাত রেখে নিয়ে
চলে সঙ্গে তার অনেক দূর পর্যন্ত, অশেষ 
পথ, দুই ধারে ঝিমন্ত বনানীর গায়ে
ঝুলে আছে আরোহী জোছনা, 
সেই নীল প্রতিফলনের
আলোয় দেখি সে 
তুলে আনতে 
চায় 
রুপালি বন্য কুসুমের বৃন্ত, কুড়োতে চায় ঝরা 
স্বপ্নের সোনালী পালক,"না যেও না -- "
তাকে হারিয়ে ফেলার ভয়ে, হাত 
টি ধরে রাখি, বারে বারে 
অনুরোধ করি কিন্তু 
সে শুনে না, 
পরিশেষে দেখি সে হাত টি ছাড়িয়ে সহজে চলে 
গেছে আকাশ গঙ্গার অপর মহাকাশে, 
যখন হুঁশ ফিরে আসে, নিদ্রালু 
চোখে দেখি আবছায়া 
পথে ঝরে আছে 
জীর্ণ পাতা, 
ফুলের কোনো হদিস নাই দুরে দুরে, শুধুই 
দিগন্তের বুকে ভেসে চলেছে, উষ্ণ 
সাদা মেঘ, পল্লব বিহীন 
তরু সারি সারি, 
ফাটল ভরা 
ঝিলের 
গর্ভে স্বপ্নের অস্থি পিঞ্জর, নির্জলা প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
mirror - painting by  Ida Łotocka

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন