বুধবার, ১৪ জুন, ২০২৩

কিসের জন্য

কিসের বিজয় যাত্রা, পুড়িয়ে সমস্ত মানবতা !
এগিয়ে যেতে চায় স্বর্গের খিলানের পারে,
কোন দর্শনের গোলকধাঁধা, ধ্বংসের 
অভিমূখে ফেলে চলেছে মিথ্যা 
ফাঁদের বৃত্ত, খেলে যেতে 
চায় নিরীহ আবেগের 
সাথে অগ্নিখেলা,
তোমার 
চোখের জলে যদি না দেখি ব্যথিত জীবনের -
বিম্ব, কিসের আমার উপাসনা, শুধুই 
আত্মকেন্দ্রিত ভালবাসার কি যে 
অর্থ, কিসের সুখে হর্ষিত 
মঠাধীশের হৃদয় !
ধু ধু উঠে 
চলেছে 
গ্রাম প্রান্তরে ঘৃণা, হিংসার ধোঁয়া একাকার, কার 
জন্য এত দ্রোহের ঝঞ্ঝা, যখন সব কিছুই 
নশ্বর কিসের লাগি অমৃত সন্ধান,
না তোমার গৌরব চিরস্থায়ী,
না আমার অহংকার রবে 
অনন্তকাল - - - 

- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন