কোন নিরালায় ছিল নিলীন, নিভৃত জীবন,
যখন সে ছিল না শামিল নিঃশ্বাসে,
ভেসে গেছে দেহ ছুঁয়ে কত
বার মিহি মেঘের
গুড়ো, মনের
নিষ্ফল
ভূমি রইলো অনাসক্ত, যখন সে ছিল না -
অন্তর্ভুক্ত ভাবনার আশেপাশে,
সেই বিগত বসন্তের
সাঁঝে, লেবু
ফুলের
গন্ধে বহে এসে অকস্মাৎ, ভিজিয়ে গেছে
হৃদয় অনায়াসে, তার নিঃশব্দ
কাছে আসা, স্থির গভীর
সমুদ্রীয় জলধারা
দূর সরিয়ে
নিয়ে গেছে মন্থর বেগে, বৃহৎ পুরুষালি -
তুষার স্তূপ, বহুদূর এক স্বপ্নীল
দিগন্তের পারে, অচিন
আবেগী মহাকাশে !
দ্রবণের পথে
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Martha Kisling
http://sanyalsplanet.blogspot.com/
Artist Martha Kisling
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন