মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বাঞ্ছিত অনুদান - -

এখানে সকাল আনে অভিনব আহ্বান,

আকাশপ্রান্তে লিখে যায় জীবনের 
গীতি কাব্য, কিছু রঙ্গীন 
অনুভূতি কিছু 
ধুসর 
আখ্যান, কখনো যদি সম্ভব এসো - 
নিজস্ব আবৃত হতে বাহিরে,
অনেক সংগুপ্ত আবেগ
চায় মসৃণ স্পর্শ,
বহু না 
বলা কথাগুলো চায় পরিত্রাণ, আঁখি 
কোণের নিবৃত্ত আলোর বিন্দু 
ঝরে যেতে চায় অবিরল 
ভাবে, যদি সম্ভব 
কোনো দিন 
বোঝার 
চেষ্টা করো সজল চোখের প্লাবিত 
শব্দের অভিজ্ঞান, হয় ত 
ওই ঝরিত বিন্দুর 
মাঝে খুঁজে 
পাবে 
জীবনের মুক্তি স্থান, বহু দিনের - 
বাঞ্ছিত প্রণয়ী অনুদান !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন