এইমাত্র সে গেছে ছেড়ে দেহের পিঞ্জর,
tiny-sailing-boat
অবশিষ্টের রূপে পড়ে আছে -
আসক্তির কঙ্কাল, তার
প্রেমের উপাসনা
ও বাসনার
মাঝে
জীবন করে সত্য মিথ্যার অনবরত -
সন্ধান, নিজের ভিতরে নিজের
পুনরুত্থান, খোলা নোঙ্গর
নির্বাক চেয়ে আছে
ভেসে চলেছে
জীবন
তরী, তরঙ্গিত প্রবাহে একলা বহু দূর
অজানা উজানের দেশে, সরে
চলেছে দুরে একের পর
এক নিজস্ব পরকীয়,
চেনা অচেনা,
শ্বেত
শ্যাম সমস্ত অনুভূতি, রঙ্গীন আবছা !
আলো ছায়ার মাঝে খুঁজে জীবন
এখনো তার সজল চোখের
অনন্তকালীন নিঃশব্দ
অভিব্যক্তির
মর্ম - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন