রহস্যময়ী নয়নের সেই দূরস্থ অঞ্চলে লুকিয়ে
blossom of emotion
রয় তৃপ্তির উৎস, অস্থির জীবন খুঁজে
মরে পরিতুষ্টির জলধারা, তার
প্রেমের সীমানায় আছে
অদৃশ্য কাঁটার
কাঠগড়া,
সুরভিত ভাবনার ছদ্ম পুষ্পে সাজানো, বহু -
মরিচিকার জল বিন্দু, জীবন প্রায়ই
ফিরে আসে রিক্ত হাতে, নিয়ে
বুকে গভীর আঘাত,
স্বপ্ন কি বাস্তব !
তফাৎ
করা সহজ নয়, রাত্রি শেষে সে এক উড়ন্ত
আলোপতঙ্গ, হারিয়ে যায় সঘন
কুহেলীর পথে, আঙ্গুলের
ডগায় ভেসে উঠে
কিছু রেশমী
দাগ !
নীল আঁধারে জীবন খুঁজে তার বিলুপ্তির -
কারণ, নীরব চোখ শুধুই চেয়ে
রয়, আকাশ কুসুমের
একটানা ভাবে
ঝরে
যাওয়া, জোছনা কি আগুনের আঁচ বুঝে
উঠতে গিয়ে দেখি সকাল, নির্বাক
ভাবে দাঁড়িয়ে আছে সদর
দরজার মুখে, হাতে
নিয়ে একরাশ
নামহীন
বুনো ফুলের অগোচর গন্ধে জড়িত, এক
ফেরত চিঠি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন