অভিলাষের শেষ কোথায়, ভোরের শিশির
painting by Janis Burgin
বিন্দু হতে চেয়েছিলাম বুকে জড়িয়ে
এলাম চির দহন জ্বালা, ওই
ফুলের পরাগে ছিল
অস্ফুট,
প্রজাপ্রতির রঙ্গীন স্বপ্নের এক সুপ্ত কাহিনী,
কস্তুরী হতে চেয়ে ছিলাম জীবনে
জড়িয়ে এলাম চিরন্তন
অদৃশ্য পিপাসা,
আকাঙ্ক্ষার
সমাপ্তি
কোথায়, নদী হওয়ার পথে দেহে গেছে -
মিশে সাগরের তিক্ত লবণতা,
সাধের কোনো অন্ত
নেই, শ্রাবণী
মেঘের
বাসনায়, হৃদয়ে জড়িয়ে এলাম শুধুই মরু
দগ্ধ পথের মৃগতৃষ্ণা, অনেক কিছু
হওয়ার ইচ্ছে ছিল, কিছুই
পরিশেষে হলাম না,
নিয়ে বক্ষে
অতৃপ্ত
ভাবনার অভিশাপ, ঘুরে বেড়াই মানুষ -
হবার পথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন