শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

গোপন সুখ - -

ওই আবছায়া প্রান্তে সরে যাওয়া টা ছিল না 
সমাধানের কারণ, আসলে নৈসর্গিক 
দংশনের ধাত যায় না সহজে, 
না, তুমি এখনো পৌঁছতে
পারো নি ক্রম -
বিকাশের
শেষ ধাপে, আর আমিও কোথায় যে হলাম 
নিখুঁত মানুষ, শুধুই ঠকিয়ে চলেছি 
পরস্পর কে, চতুর্দিকে 
আছে ঘিরে 
অদৃশ্য 
দর্পণের পরিসীমা, আপনমনে আনন্দিত !
যে আমায় উলঙ্গ দেখি নি কেউ,
নৈতিকতা এখন পুরাতন
ক্যালেন্ডার, বইর 
মলাটে যদি 
কাজে 
লাগে, তাই পাক দিয়ে রেখেছি মহৎ সব 
অমৃত বাণী, ঠিক মুখোশের খুব 
কাছাকাছি, বলা যায় না 
হঠাৎ কখন, যে 
কোথায় 
ছদ্মবেশীর ভূমিকার জন্য দরকার পড়ে,
তাই আশ্চর্য্য, মাত্র সম্পর্ক ভাঙার 
জন্য এত কিছু জাল বোনা,
আসলে আরণ্যক 
ভাব থাকে 
শিরায় 
শিরায়, শিকারের গভীর গোঙানির মাঝে 
অনেকেই খুঁজে গোপন সুখ, 
ব্যতিক্রম আমরা 
কেউ নই !
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/

Sarah Ellen Reay 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন