তারা কিছুই বলুক, আমি আজ ও বহে
যাই উষ্ণ মরুর বুকে, গায়ে
জড়িয়ে সেই অনন্ত
প্রণয়ের
নীল জল ধারা, অধরা কি মুক্ত স্পৃহা,
যে যার চোখের দৃষ্টিপটলে যা
কিছুই এঁকে যাক মনের
চাওয়া ছবি, আমি
আজ ও সহে
যাই
চুপচাপ, সময়ের ভাঙা গড়ার উগ্র -
শব্দ, খুঁজি দিবা নিশি, হারানো
কুলের স্বরলিপি, সেই
অসমাপ্ত গানের
অন্তিম
পঙ্ক্তি, যেখানে হয় ত লেখা আছে,
জীবনের নিষ্কর্ষ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/art by Prabhakar Jimmy
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন