আসল ও নকলের তফাৎ বোঝা ছিল অসাধ্য,
art by Barbara Haviland
http://sanyalsplanet.blogspot.com/
তাই যথারীতি পেতলের আংটির মাঝে
জীবন খুঁজে চলে সুবর্ণ ভাস,
তাদের আত্মীয়তা
গন্ধে ছিল,
হয় ত অরিষ্টের মাত্রা, অনুপাতের বাহিরে !
সুতরাং রাত্রি শেষে, চাঁদের আলো
ছিল কিছু ফেকাশে, ওই
ধুসর জোছনার
গায়ে সে
রেখে গেছে অসমাপ্ত কবিতার বেদনা, ভুল
বানানের সাথে কিছু বিজড়িত
ভাবনার দীর্ঘ নিঃশ্বাস !
রত্ন কি রঙ্গীন
পাথর
বুঝতে গিয়ে দেখি, মায়াবী রাত্রি গুটিয়ে -
চলেছে ছদ্ম শামিয়ানা, অর্ধ নগ্ন
দেহে, জীবন দাড়িয়ে রয়
খোলা আকাশের
নিচে একাকী,
খুবই
নিরীহ, নিদারুন, বক্ষে জড়িয়ে, অজ্ঞাত
কার ভালবাসার উষ্ণতা, চোখে
নিয়ে উন্মুক্ত স্বপ্ন, বন্ধ
দরজার সম্মুখীন,
যদি ভুলে,
হলুদ সকাল রেখে যায়, কিছু কচি রোদের
আবরণ, জীবনের নিজস্ব কি সব
যেন আস্থা, সহজে মরতে
চায় কোথায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন