সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৩

কিছুই আর মনে নেই - -

এতদিনের পরে সে কোন মরমিয়ার রূপে, 
আকাশ ঘিরে অকস্মাৎ ভিজিয়ে 
দিতে চায় মনের ঊষর 
ভূমি, আলগোছে 
ভাবনার 
চিরকুট উড়ে চলেছে দিশাহীন সমীরণে,
এমনিও জীবনের বাতায়ন ছিল 
আধ ভাঙা, জর্জর, তার 
উদ্দাম আঘাতের 
ফলে এখন 
বৃষ্টির ঝরনা যায় ছিঁটিয়ে দেহ ও প্রাণে,
যেখানে ইচ্ছে ওখানে, অবাধ্য 
এই ভাবে অনুপ্রবেশ,
ডেকে আনতে 
চায় 
অনাহূত, অসময়ের কাল বৈশাখী ঝড় !
উদ্ ধ্বস্ত জীবন বসে রয় একান্তে, 
শেষ রাত্রির দিকে, বুকের 
গভীরে জড়িয়ে কিছু 
ভাঙা স্বপ্নের 
মিহি 
কণিকা, এই ছাড়া সারা রাত কি হলো 
না হলো, কিছুই আর মনে নেই !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night bloom 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন