বন্ধ চোখের সে এক অদ্ভুত জগৎ, মায়া
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY DHANANJAY MUKHERJEE.jpg 1.jpg
মোহের বাঁধন হতে মুক্ত ! অসীম
সৌন্দর্য্য নিয়ে বুকে, দাঁড়িয়ে
রয় নিভৃত তপস্বী সম
অন্তঃ করণের
মানুষ !
খুবই নিরীহ, নিষ্পাপ, শিশুবত চেয়ে -
থাকে ভব্য আকাশের ক্রমশঃ
ঝরে যাওয়া, বিন্দু
বিন্দু জোছনার
গলন !
যেন ব্যাপক ভাবে আলোর তুষারপাত !
সব কিছু তখন কল্প লোকের
গল্প মনে হয়, না বৈরাগ্য
নাহি কোনো
অনুরাগ,
এক মধ্যম পথে জীবন তখন অগ্রসর - -
তার গোপন প্রণয়ের প্রতিধ্বনি
ভেসে যায় সাগর নদী,
অরণ্য পর্বত,
বাগান -
মরু, পার করে কোন বিচিত্র পৃথিবীর - -
বক্ষস্থলে, চিরশান্তির লোভে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY DHANANJAY MUKHERJEE.jpg 1.jpg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন