মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য - -

যদি পারো নিজেকে করতে সর্ব বন্ধন মুক্ত,
তবে এসো, ভাবাবেশের অলৌকিক
দ্বার চিরদিনই খোলা, না
কোনো মানুষ
নির্মিত
সে বৃহৎ সিংহদ্বার কিংবা অবুঝ দর্শন - -
তর্কের কোনো বিভ্রান্তিকর বইর
উড়ন্ত পৃষ্ঠা ! সেই অদৃশ্য
প্রবেশপথে রয়েছে
শুধুই দুই
শব্দে
লেখা জীবনের উপসংহার, না কোনো মঠ,
না মহন্ত মঠাধীশ ! হৃদয় যেখানে
পরিযায়ী পাখি, প্রেম করে
উন্মুক্ত ভাবে আর
মৌসুমের
সাথে উড়ে যায় অন্য দিগন্তে, পৃথিবীর - -
বুকে রয়ে যায় কিছু এলোমেলো
নীড়ের স্মৃতি, দেউলের
উচ্চ শিখর কলশ,
আলোকিত
মিনার
অথবা তথাকথিত স্বর্গের উদ্ভাসিত জগৎ,
সব কিছুই পড়ে রয় আকাশ পথের
নীচে, প্রেমিক পাখি তখন
পরিপূর্ণ স্বাধীন !
সৃষ্টির
কোনো শৃঙ্খল আর তাকে বাঁধতে পারে - -
না, তার অন্তর্মনে তখন কল্পনার
বাহিরের পরমানন্দ, হৃদয়
তখন টলটলে এক
পারদর্শী
আয়না, প্রতিফলন ছড়িয়ে দিতে চায় মন,
বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য !
* *
- শান্তনু সান্যাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন