সুখ ও দুঃখের পরিভাষা নিজের
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর
মুখ ভরা হাসির
মাঝখানে
ছিল
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত
এক চুক্তি হতে
অন্যে
দিকে এগোনো, না তোমার প্রেমে
আছে ওই অনন্তকালীন
গন্ধ, না আমার
বুকে আছে
বাকি
সততার পরশ, যেন এক অদৃশ্য
নাটকের ভূমিকায় আমরা
সবাই, করে চলেছি
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ
হস্তক্ষেপ করতে পারে না,
লিপিবদ্ধ চরিত্রের
বাহিরে
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল
মৌন ভাবে
এক
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার
প্রশ্ন কোথায় ওঠে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর
মুখ ভরা হাসির
মাঝখানে
ছিল
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত
এক চুক্তি হতে
অন্যে
দিকে এগোনো, না তোমার প্রেমে
আছে ওই অনন্তকালীন
গন্ধ, না আমার
বুকে আছে
বাকি
সততার পরশ, যেন এক অদৃশ্য
নাটকের ভূমিকায় আমরা
সবাই, করে চলেছি
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ
হস্তক্ষেপ করতে পারে না,
লিপিবদ্ধ চরিত্রের
বাহিরে
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল
মৌন ভাবে
এক
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার
প্রশ্ন কোথায় ওঠে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন