আজ এই সন্ধ্যার শেষে, কিছু বিশেষ
নেই বুকে বলার জন্য, শুধু এই
নিস্তব্ধ ক্ষণে, মন চায়
অনিবার ভাবে,
খোলা
আকাশের দিকে, অকারণে চেয়ে - -
থাকতে, আকাশগঙ্গা কি
কোনো দিন খুঁজে
পায়ে ওই
আঁধারের সমুদ্র, কিংবা নিজের তটে
নিজেই যায় হারিয়ে, জানতে
ইচ্ছে করে, কোন পথে
আছে জোছনার
গোপন
বাড়ি, কিছু আলোর উপহার যদি -
পেতাম, হয় ' ত জীবনে ভরে
উঠত উজ্জ্বল অরণ্য -
ফুলের আবেগ,
যাযাবর
পাহাড়ি নদীর মনোভাব যদি ছুঁয়ে -
যেত মনের স্থির ভাবনা, হয়
তো জীবন খুঁজে পেত
বিমুখ শ্রাবণের
ঠিকানা,
হয় 'ত তার সজল বক্ষঃস্থলে জেগে
উঠত, একটানা বরিষণের
উৎকন্ঠা, ভিজে উঠত
যুগের অভিশপ্ত
বসুন্ধরা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
midnight beauty 1
নেই বুকে বলার জন্য, শুধু এই
নিস্তব্ধ ক্ষণে, মন চায়
অনিবার ভাবে,
খোলা
আকাশের দিকে, অকারণে চেয়ে - -
থাকতে, আকাশগঙ্গা কি
কোনো দিন খুঁজে
পায়ে ওই
আঁধারের সমুদ্র, কিংবা নিজের তটে
নিজেই যায় হারিয়ে, জানতে
ইচ্ছে করে, কোন পথে
আছে জোছনার
গোপন
বাড়ি, কিছু আলোর উপহার যদি -
পেতাম, হয় ' ত জীবনে ভরে
উঠত উজ্জ্বল অরণ্য -
ফুলের আবেগ,
যাযাবর
পাহাড়ি নদীর মনোভাব যদি ছুঁয়ে -
যেত মনের স্থির ভাবনা, হয়
তো জীবন খুঁজে পেত
বিমুখ শ্রাবণের
ঠিকানা,
হয় 'ত তার সজল বক্ষঃস্থলে জেগে
উঠত, একটানা বরিষণের
উৎকন্ঠা, ভিজে উঠত
যুগের অভিশপ্ত
বসুন্ধরা,
* *
- শান্তনু সান্যাল
midnight beauty 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন