বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

অ-সংজ্ঞায়িত মুহূর্ত গুলো - -

সে আবার খুলে বসে আছে আমার 
সামনে, অতীতের জানালা,
অন্ধকারে চিরহরিৎ 
আইভি লতার
গায়ে  
এখনো লেগে আছে কিছু শিশির - 
কণা, বিন্দু বিন্দু ঝরে 
যেতে চায় তার 
চোখের 
রহস্যময়ী আলোর স্ফুলিঙ্গ, সমস্ত 
শরীরে এক বিচিত্র নীলাভ 
আবেগের সৃষ্টি, তার 
অপরূপ মায়া 
ভরিয়ে 
যেতে চায় উতলা হৃদয়ের ধুসর ভূমি !
জীবনের অ-সংজ্ঞায়িত
মুহূর্ত গুলো সহসা 
মুখর, গড়ে 
যেতে 
উৎসুক, প্রণয়ের কিছু সাত রঙের 
পরিভাষা, সমীপবর্তী, যেন 
থেমে রয়েছে আসন্ন
ঝড়ের হাওয়া,
জানি না, 
লৌহ পিঞ্জর ভেঙ্গে সে কি ফিরে - -
পাবে আমার মনের উন্মুক্ত 
আকাশ - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Clay-pot-w-Flowers

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন