রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

পূনর্জীবনের সৌন্দর্য্য - -

অলৌকিক তার প্রণয়ের অনাবিলতা,
নিশীথের রহস্যময় অন্ধকারে
টেনে নিয়ে যেতে চায় 
জানি না কোথায়, 
সংজ্ঞাহীন
দেহে !
আমি অবাক চেয়ে রই তার মুগ্ধতা,
ওই নয়নের পরশে, ভেসে রয় 
শুন্যে, সমস্ত আলোকিত 
পিণ্ড, হাসনুহানার 
শাখায় ঝরে 
বিন্দু 
বিন্দু নীহার কণা, শেষ প্রহরের ওই 
অদ্ভুত মুহুর্তে আমি ভুলে যাই 
সমস্ত জীবনের ঊষর 
আবেগ, তার 
আলিঙ্গনে 
আছে 
অপ্রত্যাশিত, মহাজাগতিক চেতনা,
জীবন খুঁজে পায় পূনর্জীবনের 
সৌন্দর্য্য, ক্রমে ক্রমে 
অহমিকা তখন 
হ্রাসের 
পথে,
সমস্ত চেনা অচেনা মুখ তখন উজ্জ্বল 
পরিপূর্ণ পরিষ্কার !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pink-Poinsettia

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন