সমস্ত কিছু দেওয়ার পরেও সে ছিল
নীরব মাটির শুন্য কলস, চির
রিক্ত, রন্ধ্রময় অস্তিত্বের
সাথে খুবই একাকী,
পরিত্যক্ত
ঘরের এক কোণে, এটাই জীবনের
পড়ন্ত বেলার বাস্তবিকতা,
যখন যায় ফুরায়ে
নিদাঘের
উষ্ণতা, চন্দনের প্রলেপ তখন হয়
ওঠে অপ্রাসাঙ্গিক, মৌসুমের
সাথে সব কিছু যায়
বদলিয়ে,
সেটা নৈসর্গিক, জীবন নিরন্তর বহে
যায় উতরাইর পথে, চির
নতুন প্রবাহে, দূর
অজানা মোড়ে
মুলতবি
তখন,পুরাকালীন তাদের অনুরক্তি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
colorful roses
নীরব মাটির শুন্য কলস, চির
রিক্ত, রন্ধ্রময় অস্তিত্বের
সাথে খুবই একাকী,
পরিত্যক্ত
ঘরের এক কোণে, এটাই জীবনের
পড়ন্ত বেলার বাস্তবিকতা,
যখন যায় ফুরায়ে
নিদাঘের
উষ্ণতা, চন্দনের প্রলেপ তখন হয়
ওঠে অপ্রাসাঙ্গিক, মৌসুমের
সাথে সব কিছু যায়
বদলিয়ে,
সেটা নৈসর্গিক, জীবন নিরন্তর বহে
যায় উতরাইর পথে, চির
নতুন প্রবাহে, দূর
অজানা মোড়ে
মুলতবি
তখন,পুরাকালীন তাদের অনুরক্তি,
* *
- শান্তনু সান্যাল
colorful roses
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন