হারানো খুশি ছিল হৃদয়ের গর্ভ গৃহে,
খুঁজেছে জীবন বাহির জগতে,
আসলে অন্তরের বিম্ব !
চিরদিনই রয়ে
যায় -
নেপথ্যে, মানুষ ধেয়ে যায় নিরন্তর -
বিমোহক মরিচীকার পিছনে,
নিয়ে বুকে অদম্য তৃষা,
সে এক অবুঝ
অভিলাষ,
জ্বলে
রয় দিবা নিশি স্বয়ংদহনের শিখায়,
সেই অতৃপ্ত পিপাসার জন্য
জীবন হয়ে ওঠে
গোলকধাঁধা,
নিজ
রচিত বৃত্তের বাইরে আর বেরোতে -
পারে না, ক্রমশঃ হয় ওঠে
একাকী চার দেয়ালের
মাঝে, আত্ম -
কেন্দ্রিত,
তার
বন্ধ দ্বারে কেউ আর ডাক দেয় না,
সে ভুলে যায় আসলে, মানুষের
মুক্তি মানুষের মাঝে !
মঠ মন্দিরে সে
খুঁজে
পাওয়া যায় না, অন্তর্মনের দেবতা -
যদি সুপ্ত কোনো দুনিয়ার দর্শন
কাজে লাগে না, বরং
বাড়িয়ে যায়
বুকের
ব্যথা দিনে দিনে, অন্তহীন বিরক্তির
পথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by susan cardena
খুঁজেছে জীবন বাহির জগতে,
আসলে অন্তরের বিম্ব !
চিরদিনই রয়ে
যায় -
নেপথ্যে, মানুষ ধেয়ে যায় নিরন্তর -
বিমোহক মরিচীকার পিছনে,
নিয়ে বুকে অদম্য তৃষা,
সে এক অবুঝ
অভিলাষ,
জ্বলে
রয় দিবা নিশি স্বয়ংদহনের শিখায়,
সেই অতৃপ্ত পিপাসার জন্য
জীবন হয়ে ওঠে
গোলকধাঁধা,
নিজ
রচিত বৃত্তের বাইরে আর বেরোতে -
পারে না, ক্রমশঃ হয় ওঠে
একাকী চার দেয়ালের
মাঝে, আত্ম -
কেন্দ্রিত,
তার
বন্ধ দ্বারে কেউ আর ডাক দেয় না,
সে ভুলে যায় আসলে, মানুষের
মুক্তি মানুষের মাঝে !
মঠ মন্দিরে সে
খুঁজে
পাওয়া যায় না, অন্তর্মনের দেবতা -
যদি সুপ্ত কোনো দুনিয়ার দর্শন
কাজে লাগে না, বরং
বাড়িয়ে যায়
বুকের
ব্যথা দিনে দিনে, অন্তহীন বিরক্তির
পথে - -
* *
- শান্তনু সান্যাল
art by susan cardena
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন